Read More

গণেশ পুজোর উদ্বোধনে অন্য রূপে মদন মিত্র, মঞ্চ কাঁপালেন গান গেয়ে

রাজদীপ চৌধুরী, পলিটিক্যাল ডেস্ক : মহারাষ্ট্রে সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত গণেশ পুজো এখন ধীরে ধীরে বাংলাতেও পাড়ায় পাড়ায় জাঁকজমকপূর্ণভাবে.....

Madan Mitra inaugurates Ganesh Puja in Belgharia, enthralls audience by singing on stage
Madan Mitra inaugurates Ganesh Puja in Belgharia, enthralls audience by singing on stage

রাজদীপ চৌধুরী, পলিটিক্যাল ডেস্ক : মহারাষ্ট্রে সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত গণেশ পুজো এখন ধীরে ধীরে বাংলাতেও পাড়ায় পাড়ায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। একসময় যেখানে গণেশ পুজো মানেই মুম্বাই ও মহারাষ্ট্রের নাম উচ্চারিত হতো, আজ সেখানে বাংলার নানা প্রান্তে সমান উৎসাহে এই পুজোর আয়োজন দেখা যাচ্ছে।

এরকমই এক জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা গেল বেলঘড়িয়া স্টেশনের সংলগ্ন বেলঘড়িয়া ইউথ ক্লাবের উদ্যোগে। শুক্রবার এই পুজোর উদ্বোধন করলেন কামারহাটির বিধায়ক তথা পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক মদন মিত্র। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পরই তিনি মঞ্চে উঠে গান ধরেন—“দে দে পাল তুলে দে।” রাজনীতির মঞ্চ ছেড়ে সেই মুহূর্তে যেন নতুন রূপে আবির্ভূত হলেন ‘গায়ক মদন মিত্র’। তাঁর গান শুনে দর্শকরা মুহূর্তে উৎসবের আবহে ভেসে যান।

রোহিত সিংহের নেতৃত্বে এবং স্থানীয় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত এই গণেশ পুজো এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল। উপস্থিত ছিলেন কামারহাটির পৌরসভার চেয়ারম্যান, বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলী সহ এলাকার বহু মান্যগণ্য ব্যক্তি। পুজোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকেও নজর দিয়েছে ইউথ ক্লাব। এই মঞ্চ থেকেই ২০০ জন দৃষ্টিহীন ও ক্ষীণদৃষ্টি সম্পন্ন নারী এবং আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের হাতে শাড়ি, খাতা ও ব্যাগ তুলে দেওয়া হয়।

রোহিত সিংহ জানান, সারা বছরই এই ক্লাবের সদস্যরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এলাকার বাসিন্দা অসুস্থ হলে দিন-রাত যে কোনো সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, “আমাদের এই যাত্রাপথে বিধায়ক মদন মিত্র সবসময় আমাদের পাশে থেকেছেন, তাই মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা আমরা পাই।”

উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, “রোহিত সিংকে যখন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল, তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। একইভাবে তৃণমূলের যে কোনো কর্মী বা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসালে আমি তার পাশে থাকব।” তিনি আরও স্মৃতিচারণা করে বলেন, “আমাকেও যখন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল, তখন মানুষই আমাকে আবার সম্মানের সঙ্গে ফিরিয়ে এনেছিল। নির্বাচনে দ্বিগুণ ভোটে জেতার আশীর্বাদও তারা দিয়েছিল। তাই মানুষের পাশে আমি সবসময় থেকেছি, ভবিষ্যতেও থাকব।” গণেশ পুজোর এই আয়োজন শুধু ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকল না, সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক আবহে মিলেমিশে এক নতুন মাত্রা যোগ করল বেলঘড়িয়ায়।

Thank You for Reading – Political Daily

Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Political Daily