প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ‘বালুচি দস্তার’;ঘোষণা বালুচিস্তানের

আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করে ২০২৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বালুচি দস্তার’ প্রদান.....

A 'Balochi turban' for Prime Minister Narendra Modi; announcement from Balochistan.
A 'Balochi turban' for Prime Minister Narendra Modi; announcement from Balochistan.

আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করে ২০২৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বালুচি দস্তার’ প্রদান করার ঘোষণা করল রিপাবলিক অফ বালুচিস্তান। কৃতজ্ঞতা, সংহতি এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে এই সম্মান প্রদান করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। ঘোষণায় দাবি করা হয়েছে, ভারত ও বালুচিস্তানের মধ্যে শতাব্দীপ্রাচীন সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জন-থেকে-জন সংযোগকে আরও সুদৃঢ় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপাবলিক অফ বালুচিস্তানের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ এক বিবৃতিতে জানান, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বালুচি দস্তার’ সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত বোধ করব। তিনি এমন একজন নেতা, যাঁর বক্তব্য ও অবস্থান বালুচ জনগণের কষ্ট ও সংগ্রামকে আন্তর্জাতিক স্তরে দৃশ্যমান করেছে।”

কী এই ‘বালুচি দস্তার’

‘বালুচি দস্তার’ কেবল একটি পুরস্কার নয়—এটি বালুচিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে বিবেচিত। ঐতিহ্যবাহী বালুচ পাগড়ি মর্যাদা, সম্মান এবং আত্মগৌরবের প্রতীক। সংগঠনটির দাবি অনুযায়ী, এই সম্মান কেবল সেইসব ব্যক্তিকেই প্রদান করা হয়, যাঁরা বালুচ জাতির দুঃখ, স্বপ্ন এবং ন্যায়সংগত সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

বালুচিস্তানের সংস্কৃতিতে ‘দস্তার’ শুধু মাথায় পরিধেয় নয়, বরং এটি বিশ্বাস, অটুট বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রতীক। এই সম্মান গ্রহণের সঙ্গে একটি নৈতিক দায়িত্বও যুক্ত থাকে—বন্ধনের রক্ষণাবেক্ষণ, পারস্পরিক আস্থার সুরক্ষা এবং ভবিষ্যৎ লক্ষ্যের দিকে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।

ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ

ঘোষণায় উল্লেখ করা হয়েছে, বালুচিস্তানের প্রায় ছয় কোটি মানুষ তাদের বক্তব্য অনুযায়ী, সেইসব দেশ ও জনগণের প্রতি শ্রদ্ধা জানায়, যাঁরা তাদের পরিস্থিতি ও দাবিকে বোঝার চেষ্টা করেছেন। ভারতীয় জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, নৈতিক সমর্থন এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বালুচিস্তান প্রসঙ্গ বিশ্বদরবারে আলোচিত হওয়ার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারত এমন একটি দেশ, যার সঙ্গে বালুচ জনগণের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক স্তরেও গভীর।”

১৫ আগস্ট ২০১৬: এক ঐতিহাসিক মুহূর্ত

বিশেষভাবে স্মরণ করা হয়েছে ১৫ আগস্ট ২০১৬ সালের সেই মুহূর্তকে, যখন স্বাধীনতা দিবসের ভাষণে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুচিস্তানের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। ঘোষণায় দাবি করা হয়েছে, ওই বক্তব্য বালুচ জনগণের মনে গভীর প্রভাব ফেলেছিল এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে সহায়ক হয়েছিল।

যদিও একইসঙ্গে স্পষ্ট করা হয়েছে, ভারত সরকার এখনও পর্যন্ত বালুচিস্তানের আন্দোলনকে কোনও আনুষ্ঠানিক বা বস্তুগত সমর্থন দেয়নি। তবুও নৈতিক ও কূটনৈতিক স্তরে ওই বক্তব্যকে বালুচ জনগণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করে।

২০২৬: নতুন দিশার প্রত্যাশা

রিপাবলিক অফ বালুচিস্তানের ঘোষণায় ২০২৬ সালকে ভারত–বালুচিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিশা হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে কূটনীতি, রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির মতে, ভবিষ্যতে জন-থেকে-জন সংযোগ, সাংস্কৃতিক আদান-প্রদান এবং আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার সংক্রান্ত আলোচনায় পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হতে পারে।

ওমান সম্মান ও মুসলিম বিশ্বের ইঙ্গিত

এই ঘোষণায় উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে ওমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদত্ত ‘অর্ডার অফ ওমান (প্রথম শ্রেণি)’ সম্মানের প্রসঙ্গও। ১৮ ডিসেম্বর ২০২৫-এ ভারত–ওমান কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে ওমানের সুলতান হাইথাম বিন তারেক এই সম্মান প্রদান করেন।

রিপাবলিক অফ বালুচিস্তানের মতে, এই সম্মান মুসলিম বিশ্বে ভারতের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক প্রভাবের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। এর ফলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থান আরও দৃঢ় হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ওমানে বালুচ সম্প্রদায়ের ভূমিকা

ঘোষণায় ওমানে দীর্ঘদিন ধরে বসবাসকারী সক্রিয় বালুচ সম্প্রদায়ের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই সম্প্রদায়ের বহু মানুষ ওমানের প্রশাসনিক, সামরিক এবং সিদ্ধান্তগ্রহণকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছেন এবং দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা

ঘোষণার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। তাঁকে বালুচিস্তান ও ওমানের একজন বন্ধু হিসেবে অভিহিত করে বলা হয়েছে, ভবিষ্যতে শান্তি, মানবাধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে—এই প্রত্যাশাই রাখে রিপাবলিক অফ বালুচিস্তান।

Thank You for Reading – Political Daily

Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Political Daily