নিজস্ব প্রতিনিধি, পলিটিক্যাল ডেলিঃ ১১ সেপ্টেম্বর বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুরের ৭৫ তম বর্ষপূর্তি এবং আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার ১৩২ তম বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে বিবেকানন্দ কলেজ এবং বিবেকানন্দ ব্রাদারহুড এন্ড ইউথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ‘স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, তথ্যচিত্র পরিচালক শিলা দত্ত এবং অনুপ রায়চৌধুরী।
বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম ঘোষ বলেন, ‘সিনেমার জন্ম অদ্ভুত অনিশ্চয়তার মধ্য দিয়ে কারণ এই শিল্প বিজ্ঞান প্রযুক্তি নির্ভর, তাই এর প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এই কলেজ যে এত বড় চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই কলেজে ছাত্রছাত্রীদের কেবল সিলেবাসের পড়াশোনা করানো হয় না, এনারা হলিস্টিক এডুকেশন দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই কলেজে নাট্যশালা রয়েছে, চলচ্চিত্র এবং নাটক নিয়েও পড়াশোনা করানো হয়।’
অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক বিবেকানন্দ কলেজের টিচার ইনচার্জ নবকিশোর চন্দ বলেন, ‘১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই কলেজ দীর্ঘ পথ পেরিয়ে বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা এবং দক্ষিণ কলকাতার অন্যতম নামি কলেজ হিসেবে পরিগণিত। এই বছর ৭৫ তম বর্ষ পূরণ উৎসবের সূচনা করা হলো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। এরপর সারা বছর ধরে চলবে নানা অনুষ্ঠান। এছাড়া আমাদের কলেজ ন্যাকের মূল্যায়নে ‘এ প্লাস’ মান অর্জন করেছে এই বছর।’
এই চলচ্চিত্র উৎসব চলবে ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত সহ কানাডা, ফ্রান্স, সাউথ আফ্রিকা, সুইডেন, ও বাংলাদেশ থেকে সংগৃহীত ২৬ টি জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র দেখানোর আয়োজন করা হয়েছে যার মধ্যে থাকবে তথ্যচিত্র, ফিচার ফিল্ম এবং শর্ট ফিল্ম।তিন দিনব্যাপী উদযাপন হতে চলা এই চলচ্চিত্র উৎসবের আবহে সেজে ওঠা কলেজ প্রাঙ্গনে অংশগ্রহণ করবে বিবেকানন্দ কলেজ সহ কলকাতার অন্যান্য নামি কলেজের ছাত্র-ছাত্রীরা। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের থেকে অংশগ্রহণ করা চলচ্চিত্রের পরিচালকসহ নানা কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও।












