শুভজিৎ মিত্র,কলকাতা:শেষ পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ করতে হল,চিংরাঘাটা মেট্রো জট কাটাতে।সাধারণ মানুষের সুবিধা ও স্বার্থের কথা চিন্তার করে সমস্যার সমাধান করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
জট কাটাতে হাইকোর্টের পরামর্শ
চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে জটিলতা কাটাতে এ বার আলোচনায় বসার পরামর্শ দিল কলকাতা হাই কোর্ট। চিংড়িঘাটার কাছে প্রায় ৩৬৬ মিটার মেট্রোর কাজ আটকে রয়েছে। ওই সংক্রান্ত জট কাটাতে রাজ্য সরকার, পুলিশ, কলকাতা নগরোন্নয়ন পর্ষদ (কেএমডিএ), মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-কে বৈঠকে বসার জন্য বলল আদালতের।
রেল বিকাশ নিগম লিমিটেডের বক্তব্য
দ্রুত আটকে থাকা মেট্রো লাইনের কাজ শেষ করা নিয়ে আশাজনক কথা জানিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড।তাদের বক্তব্য,যদি তারা সপ্তাহান্তে তিন দিন সন্ধ্যা থেকে রাতের দিকে ১২ ঘণ্টা করে কাজ করার সময় পায়।তাহলে, তিন দিন ১২ ঘণ্টা করে সময় পাওয়া গেলে প্রকল্পের কাজ দ্রুত শেষ হয়ে যাবে।
আদালতের পর্যবেক্ষন
চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের ওই কাজ নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। বুধবার হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে ওই মামলাটি শুনানির জন্য ওঠে।
এই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষন হল,এই সংক্রান্ত জট কাটাতে সংশ্লিষ্ট পক্ষগুলিকে আলোচনায় বসতে হবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জনগণের স্বার্থের কথা ভেবে ওই বৈঠক করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে। বৈঠক কবে হবে, তা আগামিকাল (বৃহস্পতিবার) জানাতে হবে আদালতে।
গৌরকিশোর মেট্রো স্টেশন জট
চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর কাজটি, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (সল্টলেক সেক্টর ফাইভ-নিউ গড়িয়া)-এর অংশ। চিংড়িঘাটা মোড়ের কাছেই রয়েছে মেট্রোর গৌরকিশোর ঘোষ স্টেশন। এই স্টেশনটি ঘিরেই যত জটিলতা তৈরী হয়েছে।এই জটিলতা কাটাতে পারলেই মেট্রো লাইনের কাজের জন্য যে সমস্যা আছে তা অনেকটাই সুরাহা হবে।
রাজ্য সরকারের বক্তব্য
এর আগে রাজ্য হাইকোর্ট জানিয়েছিল, ওই মেট্রো স্টেশন চালু হলে চিংড়িঘাটায় যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ফলে যানজট তৈরির আশঙ্কাও থাকছে। এ অবস্থায় চিংড়িঘাটায় একটি আন্ডারপাসের প্রয়োজন রয়েছে বলে মনে করছে রাজ্য। শুধু তা-ই নয়, রাজ্য আরও জানিয়েছিল, মেট্রোকেই ওই আন্ডারপাস তৈরি করে দিতে হবে।
এই অবস্থায় আগামিকাল আদালতে সংশ্লিষ্ট পক্ষগুলি কী জানায়, তার উপর নির্ভর তার উপর বেশ অনেকটাই করতে পারে চিংড়িঘাটায় মেট্রোর কাজের ভবিষ্যৎ।















