শুভজিৎ মিত্র,কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার বাইরে থাকা বাঙালীদের নিরাপত্তার বিষয়ে এত উদ্বেগ প্রকাশ করছেন,অথচ তাঁর রাজ্যেই নিরাপত্তা অভাব বোধ করছেন,বাঙালী.....
শুভজিৎ মিত্র,কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার বাইরে থাকা বাঙালীদের নিরাপত্তার বিষয়ে এত উদ্বেগ প্রকাশ করছেন,অথচ তাঁর রাজ্যেই নিরাপত্তা অভাব বোধ করছেন,বাঙালী অভিনেত্রী শ্রীলেখা মিত্র।নিরাপত্তার সুনিশ্চয়তা চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন।
শাসক বিরোধী মন্তব্যের পরিণাম
টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী শ্রীলেখা মিত্র,সাম্প্রতিককালে সরকার বিশেষত শাসক দলের সাম্প্রতিক কার্যকলাপের সমালোচনা করায়,এবার তাঁকে সামাজিক বয়কটের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন।নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।
আর জি কর কান্ডের প্রতিবাদের জের
তিলোত্তমা বিচারের দাবিতে গত ৯ অগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী। এক বছর পরও কেন বিচার পেলেনা না তিলোত্তমার বাবা-মা, সে প্রশ্ন তুলেছিলেন। এক্ষেত্রে কেবল রাজ্যের শাসকনেত্রীকেই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও এক যোগে বিঁধেছিলেন অভিনেত্রী। প্রশ্ন তুলেছিলেন সিবিআই-এর ভূমিকা নিয়ে।শ্রীলেখা বলেছিলেন, “বিজেপিকে জিজ্ঞেস করুন, যে সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা।”
প্রশাসনিক অসহযোগীতার অভিযোগ
শাসক দলের বিরুদ্ধে এহেন বক্তব্য রাখার পর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন শ্রীলেখা। তাঁকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ছে। বেহালার সোদপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ে ব্যানার। সমাজ মাধ্য়মেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। আগেই হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা। কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি। তাঁর বাড়ির সামনে ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।
আদালতের দ্বারস্থ
এদিন অভিনেত্রীর নিরাপত্তার অভাব সংক্রান্ত মামলা দায়েরের অনুমোদন করলেন,কলকাতা হাইকোর্ট।আবেদনের শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবার সম্ভাবনা।
সাম্প্রতিক অতীতেও এইরূপ ঘটনার নজির
রাজ্যে গত একবছরে আর জি কর কান্ডের প্রতিবাদের জেরে চিকিৎসা সংক্রান্ত পেশার সাথে যুক্ত বহু প্রতিবাদে অংশগ্রহণকারী ডাক্তার,নার্স সহ নাগরিক সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের প্রতি চরমভাবে প্রশাসনিক অসহযোগীতা ও নানাভাবে সামাজিকভাবে হেনস্থা করার নজির রয়েছে সাম্প্রতিক রাজ্য-রাজনীতিতে সোরগোল ফেলেই ছিল,তাতে আরো একজন অভিনেত্রীর নাম জুড়ল।শ্রীলেখা মিত্রের সঙ্গে হওয়া ঘটনা আরো একবার শাসক দলের আর জি কর কান্ডের সাথে যুক্ত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা ও তথ্য-প্রমাণ লোপাটের সাথে সরাসরি শাসক যোগকেই নির্দেশ করে দিচ্ছে।
এখন এটাই দেখার শাসক বিরোধী মন্তব্যের জেরে আবার কার উপর খাড়ার ঘাঁ নেমে আসে।
Thank You for Reading – Political Daily
Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.
Stay informed. Stay connected.
– Political Daily
Read More
তৃণমূলের দুই নেতার দ্বন্দ্বে উত্তাল কোচবিহার, বাড়ি ভাঙচুরে তীব্র চাঞ্চল্য
বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা; তৃনমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির
জমির অধিগ্রহণ হলেও,প্রতিশ্রুতির চাকরি দেওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে
অবৈধ বালি পাচার রুখতে বালীঘাটে অতর্কিত হানা অগ্নিমিত্রার
কোলকাতার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো — ঐতিহ্যের প্রায় শতবর্ষের যাত্রা
বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে অভিনব উদ্যোগ নিল সংবেদন
১২ ঘন্টার মধ্যেই জামিন পেলেন চিকেন প্যাটিস বিতর্কে অভিযুক্তরা
প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধীদের রক্ষক ; পাননি কোন সরকারী সুবিধা
বাংলায় নিরাপদ নন,বাংলার অভিনেত্রী?বাংলায় নিরাপদ নন,বাংলার অভিনেত্রী?
শুভজিৎ মিত্র,কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার বাইরে থাকা বাঙালীদের নিরাপত্তার বিষয়ে এত উদ্বেগ প্রকাশ করছেন,অথচ তাঁর রাজ্যেই নিরাপত্তা অভাব বোধ করছেন,বাঙালী.....
শুভজিৎ মিত্র,কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার বাইরে থাকা বাঙালীদের নিরাপত্তার বিষয়ে এত উদ্বেগ প্রকাশ করছেন,অথচ তাঁর রাজ্যেই নিরাপত্তা অভাব বোধ করছেন,বাঙালী অভিনেত্রী শ্রীলেখা মিত্র।নিরাপত্তার সুনিশ্চয়তা চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন।
শাসক বিরোধী মন্তব্যের পরিণাম
টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী শ্রীলেখা মিত্র,সাম্প্রতিককালে সরকার বিশেষত শাসক দলের সাম্প্রতিক কার্যকলাপের সমালোচনা করায়,এবার তাঁকে সামাজিক বয়কটের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন।নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।
আর জি কর কান্ডের প্রতিবাদের জের
তিলোত্তমা বিচারের দাবিতে গত ৯ অগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী। এক বছর পরও কেন বিচার পেলেনা না তিলোত্তমার বাবা-মা, সে প্রশ্ন তুলেছিলেন। এক্ষেত্রে কেবল রাজ্যের শাসকনেত্রীকেই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও এক যোগে বিঁধেছিলেন অভিনেত্রী। প্রশ্ন তুলেছিলেন সিবিআই-এর ভূমিকা নিয়ে।শ্রীলেখা বলেছিলেন, “বিজেপিকে জিজ্ঞেস করুন, যে সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা।”
প্রশাসনিক অসহযোগীতার অভিযোগ
শাসক দলের বিরুদ্ধে এহেন বক্তব্য রাখার পর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন শ্রীলেখা। তাঁকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ছে। বেহালার সোদপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ে ব্যানার। সমাজ মাধ্য়মেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। আগেই হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা। কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি। তাঁর বাড়ির সামনে ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।
আদালতের দ্বারস্থ
এদিন অভিনেত্রীর নিরাপত্তার অভাব সংক্রান্ত মামলা দায়েরের অনুমোদন করলেন,কলকাতা হাইকোর্ট।আবেদনের শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবার সম্ভাবনা।
সাম্প্রতিক অতীতেও এইরূপ ঘটনার নজির
রাজ্যে গত একবছরে আর জি কর কান্ডের প্রতিবাদের জেরে চিকিৎসা সংক্রান্ত পেশার সাথে যুক্ত বহু প্রতিবাদে অংশগ্রহণকারী ডাক্তার,নার্স সহ নাগরিক সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের প্রতি চরমভাবে প্রশাসনিক অসহযোগীতা ও নানাভাবে সামাজিকভাবে হেনস্থা করার নজির রয়েছে সাম্প্রতিক রাজ্য-রাজনীতিতে সোরগোল ফেলেই ছিল,তাতে আরো একজন অভিনেত্রীর নাম জুড়ল।শ্রীলেখা মিত্রের সঙ্গে হওয়া ঘটনা আরো একবার শাসক দলের আর জি কর কান্ডের সাথে যুক্ত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা ও তথ্য-প্রমাণ লোপাটের সাথে সরাসরি শাসক যোগকেই নির্দেশ করে দিচ্ছে।
এখন এটাই দেখার শাসক বিরোধী মন্তব্যের জেরে আবার কার উপর খাড়ার ঘাঁ নেমে আসে।
Thank You for Reading – Political Daily
Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.
Stay informed. Stay connected.
– Political Daily
লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, মহালয়ার আগেই ফের বঙ্গসফরে আসছেন মোদি
ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মী , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
লাইসেন্সবিহীন ভুটভুটির দাপট; বিষাক্ত ধোঁয়ায় ঢাকছে শহর
ভেবেছিলেন মেয়ের নাম রাখবেন! শেষমেশ প্রিয়াঙ্কার নামেই ‘কিয়ারা’ রাখলেন নিজের নাম , নেপথ্যে কোন কারণ?
উত্তরপাড়ায় BLO বৈঠক তৃণমূলের ক্যাম্পে- অভিযোগ বিজেপির
ছাত্র পরিষদের সভায় বিতর্কিত মন্তব্যে ফের সমালোচনার মুখে মমতা
মেসি,বিপর্যয় ! পাললেন মুখ্যমন্ত্রী?
বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে অভিনব উদ্যোগ নিল সংবেদন
প্রধানমন্ত্রীকেও রেয়াত নয়, সংবিধান সংশোধনী বিলে নিজেকে ছাড়ের প্রস্তাব খারিজ করেন খোদ মোদি!