শুভজিৎ মিত্র,পলিটিক্যাল ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের সাসপেন্ড। তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করা হল। মার্শালকেও ডাকা হয়। কিন্তু নেতার অপমান রুখতে বিজেপি বিধায়করাও ওয়াক আউট করলেন। প্রসঙ্গত,শুভেন্দু অধিকারীকে প্রায় প্রত্যেকটি অধিবেশনেই সাসপেন্ড করা হয়েছে।
এরপর,বিধানসভা চত্বরে বিজেপি বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা সাম্প্রতিক এসএসসি নিয়োগ দূর্নীতি, সিনেমা আটকে দেওয়া, তুষ্টিকরণ সহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন।
দাগি শিক্ষক তালিকা প্রকাশ
সাম্প্রতিক SSC নিয়োগ দূর্নীতি মামলায় ‘দাগি শিক্ষক’-দের যে তালিকা প্রকাশিত হয়েছে,তাতে অধিকাংশ তৃণমূল ঘনিষ্ঠদের নাম থাকায়,আগুনে আবার ঘি ঢালার মতো ঘটনা ঘটেছে।আর তাতেই সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সুর চড়িয়েছে।
ইতিমধ্যেই ফের আরো একবার শাসক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-কে নিয়োগ দূর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে।তারমধ্যেই দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ ও তাতে থাকা ব্যক্তিদের নাম সবমিলিয়ে শাসকদলের অস্বস্তি অনেক বাড়িয়ে দিয়েছে।
বিজেপির এসএসসি দূর্নীতি মামলায় নয়া স্লোগান
গতকাল বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী ও অনান্য বিজেপি বিধায়করা নিয়োগ দূর্নীতিতে সরাসরি যুক্ত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করেছেন।
এদিন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছেন,’চাকরি চোর,গদি ছোড়’।এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।তাঁর দাবী রাজ্যের মুখ্যমন্ত্রী এই টেনটেট শিক্ষকদের ৮০শতাংশ টাকা নিয়ে,আর বাকি ২০শতাংশ দলের সুপারিশে।
রাজ্যে পালাবদলের পর কার্যত সর্বস্তরে যেভাবে ছত্রে ছত্রে দূর্নীতি ঢুকে গিয়েছে,তার জেরে রাজ্যে একের পর এক ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ উঠেছে।শিক্ষাক্ষেত্রের দূর্নীতি ইস্যু তা প্রমাণিত করে দিয়েছে।
এদিন বিধানসভার বিশেষ অধিবেশন নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন,রাজ্যের বিরোধী দলনেতা।তিনি এই টেনটেট শিক্ষকদের তালিকা নিয়ে বিধানসভায় আলোচনার দাবী জানিয়েছেন।তিনি বলেন,এই বিশেষ অধিবেশনে বাঙালী অস্মিতা নিয়ে আলোচনা আসলে রাজ্যের জলন্ত সমস্যাগুলি থেকে চোখ ঘোড়ানোর জন্য।
এখন এস আই আর-এর পর আবার চাকরি চুরি নিয়ে সরগরম রাজ্য-রাজনীতিতে নিজের ভাবমূর্তি কিভাবে ফেরায় সেটাই দেখার।
Read More
প্রকাশ্যে রাস্তায় মাংস কাটায় বাড়ছে পরিবেশ ও দৃশ্য দূষণ
প্রধানমন্ত্রীকেও রেয়াত নয়, সংবিধান সংশোধনী বিলে নিজেকে ছাড়ের প্রস্তাব খারিজ করেন খোদ মোদি!
প্রচারমূলক ফটোশুট” ও “নোংরা রাজনীতি”: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল সফর নিয়ে ক্ষোভ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের
বাজারমূল্য আড়াই কোটি: কালীগঞ্জে হেরোইনসহ গ্রেফতার দুই যুবক
ছাত্র পরিষদের সভায় বিতর্কিত মন্তব্যে ফের সমালোচনার মুখে মমতা
প্রচারমূলক ফটোশুট” ও “নোংরা রাজনীতি”: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল সফর নিয়ে ক্ষোভ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের
কুলপিতে হনুমানমূর্তি ভাংচুর ; প্রতিবাদে অবরোধ জাতীয় সড়ক
বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে অভিনব উদ্যোগ নিল সংবেদন
সেনা নিয়ে প্রশ্ন করতেই,সাসপেন্ড শুভেন্দু।
শুভজিৎ মিত্র,পলিটিক্যাল ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের সাসপেন্ড। তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করা হল। মার্শালকেও ডাকা হয়। কিন্তু.....
শুভজিৎ মিত্র,পলিটিক্যাল ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের সাসপেন্ড। তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করা হল। মার্শালকেও ডাকা হয়। কিন্তু নেতার অপমান রুখতে বিজেপি বিধায়করাও ওয়াক আউট করলেন। প্রসঙ্গত,শুভেন্দু অধিকারীকে প্রায় প্রত্যেকটি অধিবেশনেই সাসপেন্ড করা হয়েছে।
এরপর,বিধানসভা চত্বরে বিজেপি বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা সাম্প্রতিক এসএসসি নিয়োগ দূর্নীতি, সিনেমা আটকে দেওয়া, তুষ্টিকরণ সহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন।
দাগি শিক্ষক তালিকা প্রকাশ
সাম্প্রতিক SSC নিয়োগ দূর্নীতি মামলায় ‘দাগি শিক্ষক’-দের যে তালিকা প্রকাশিত হয়েছে,তাতে অধিকাংশ তৃণমূল ঘনিষ্ঠদের নাম থাকায়,আগুনে আবার ঘি ঢালার মতো ঘটনা ঘটেছে।আর তাতেই সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সুর চড়িয়েছে।
ইতিমধ্যেই ফের আরো একবার শাসক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-কে নিয়োগ দূর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে।তারমধ্যেই দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ ও তাতে থাকা ব্যক্তিদের নাম সবমিলিয়ে শাসকদলের অস্বস্তি অনেক বাড়িয়ে দিয়েছে।
বিজেপির এসএসসি দূর্নীতি মামলায় নয়া স্লোগান
গতকাল বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী ও অনান্য বিজেপি বিধায়করা নিয়োগ দূর্নীতিতে সরাসরি যুক্ত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করেছেন।
এদিন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছেন,’চাকরি চোর,গদি ছোড়’।এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।তাঁর দাবী রাজ্যের মুখ্যমন্ত্রী এই টেনটেট শিক্ষকদের ৮০শতাংশ টাকা নিয়ে,আর বাকি ২০শতাংশ দলের সুপারিশে।
রাজ্যে পালাবদলের পর কার্যত সর্বস্তরে যেভাবে ছত্রে ছত্রে দূর্নীতি ঢুকে গিয়েছে,তার জেরে রাজ্যে একের পর এক ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ উঠেছে।শিক্ষাক্ষেত্রের দূর্নীতি ইস্যু তা প্রমাণিত করে দিয়েছে।
এদিন বিধানসভার বিশেষ অধিবেশন নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন,রাজ্যের বিরোধী দলনেতা।তিনি এই টেনটেট শিক্ষকদের তালিকা নিয়ে বিধানসভায় আলোচনার দাবী জানিয়েছেন।তিনি বলেন,এই বিশেষ অধিবেশনে বাঙালী অস্মিতা নিয়ে আলোচনা আসলে রাজ্যের জলন্ত সমস্যাগুলি থেকে চোখ ঘোড়ানোর জন্য।
এখন এস আই আর-এর পর আবার চাকরি চুরি নিয়ে সরগরম রাজ্য-রাজনীতিতে নিজের ভাবমূর্তি কিভাবে ফেরায় সেটাই দেখার।
Thank You for Reading – Political Daily
Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.
Stay informed. Stay connected.
– Political Daily
ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বলেই দিলেন দেব! পালটা কী উত্তর এল ‘কিশোরী’র?
সেনা নিয়ে প্রশ্ন করতেই,সাসপেন্ড শুভেন্দু।
অবৈধ মদের করবার ; বিপন্ন যুবপ্রজন্ম
রাজ্য কমিটি গড়তে সল্টলেকে ম্যারাথন বৈঠক বঙ্গ বিজেপির
ভোটার তালিকায় নেই তৃণমূল কাউন্সিলরের নাম- ক্ষোভে ফুঁসছেন কাউন্সিলর
হঠাৎই অসুস্থ রুক্মিণী মৈত্র! আচমকা কী হল অভিনেত্রীর?
ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগামী সপ্তাহে বর্ধমানে পরিষেবা প্রদান-প্রশাসনিক বৈঠক
প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধীদের রক্ষক ; পাননি কোন সরকারী সুবিধা
বিধানসভায় নজিরবিহীন অশান্তি, টানা গোলমালে শুভেন্দু-অগ্নিমিত্রা সহ একাধিক বিজেপি বিধায়ক সাসপেন্ড