Read More

খাগড়াবাড়ি মামলা: শুভেন্দুর রিটে হাইকোর্টের কড়া প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ

এষণা কুন্ডু,পলিটিক্যাল ডেস্কঃ ৫ই আগস্ট ২০২৫, রাজ্য রাজনীতিতে এক চরম অশান্তি সৃষ্টি হয়েছিল কোচবিহারের (Cooch Behar) খাগড়াবাড়ি (Khagrabari) এলাকায়। অভিযোগ.....

suvendu adhikari
suvendu adhikari

এষণা কুন্ডু,পলিটিক্যাল ডেস্কঃ  ৫ই আগস্ট ২০২৫, রাজ্য রাজনীতিতে এক চরম অশান্তি সৃষ্টি হয়েছিল কোচবিহারের (Cooch Behar) খাগড়াবাড়ি (Khagrabari) এলাকায়।  অভিযোগ , রাজ্যের (West Bengal) উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-এর নির্দেশেই একদল দুষ্কৃতী বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ির ওপর হামলা চালায়। রাজ্য প্রশাসন (TMC) ও পুলিশের বিরুদ্ধে বিরোধী দলনেতার অভিযোগ, যে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং পুলিশ মূল অভিযুক্তের নাম বাদ দিয়েছে। এই ঘটনায় আদালতের হস্তক্ষেপে নতুন মোড় এসেছে।

এই ঘটনার পরেই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর দায়ের করে। কিন্তু এসেই এফআইআরে উদয়ন গুহ-এর নাম এড়িয়ে যাওয়া হয়। পুলিশ দাবি করে যে শুভেন্দু অধিকারীর করা অভিযোগ এবং তাদের স্বতঃপ্রণোদিত অভিযোগ মূলত একই। কিন্তু এই ব্যাখ্যা নিয়ে শুরু হয় বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ তোলেন যে রাজ্যের শাসক দল ও পুলিশ একযোগে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, “অপরাধীদের এত সহজে পার পেতে দেব না। আমি জনগণের হয়ে লড়াই করছি, সত্য সামনে আনব।”

শুভেন্দু অধিকারীর অভিযোগ

এই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি রিট পিটিশন দাখিল করেন। এই বিষয়ে গতকাল বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে আদালতে দীর্ঘ শুনানি হয়। শুনানির সময় বিচারপতি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি উত্তরবঙ্গের আইজিকে সরাসরি জিজ্ঞেস করেন-শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর নথিভুক্ত করা হয়নি? কেন স্বতঃপ্রণোদিত অভিযোগকে শুভেন্দু অধিকারীর অভিযোগের সমতুল্য বলা হচ্ছে? একই সঙ্গে তিনি আরও প্রশ্ন তোলেন, কেন উদয়ন গুহ-এর নাম স্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে।

শাসক দলের পক্ষপাতিত্বের অভিযোগ

আদালতের এই প্রশ্ন রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।বিজেপি শিবির দাবি তুলেছে, এই ঘটনাই প্রমাণ করে যে রাজ্যে আইন, শাসন নেই। তাঁদের অভিযোগ পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে শাসক দলের হাতের পুতুলে পরিণত হয়েছে। এছাড়াও অভিযোগ করেছে রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে প্রশাসনকে ব্যবহার করছে। অন্যদিকে, তৃণমূল শিবির পাল্টা দাবি করেছে, বিজেপি ইচ্ছে করে ঘটনাটিকে রাজনৈতিক রঙ দিচ্ছে এবং আদালত তার নিরপেক্ষ বিচার করবে। রাজনৈতিক সংঘর্ষের আবহে আদালতের এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে। উত্তরবঙ্গের রাজনীতি এখন আরও উত্তপ্ত। শুভেন্দু জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। আদালতের পরবর্তী নির্দেশেই নির্ধারিত হবে তদন্তের ভবিষ্যৎ দিশা।

Thank You for Reading – Political Daily

Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Political Daily