শুভজিৎ মিত্র ও অরিত্র সিংহ,বীরভূম: ৬০ বছর বয়স হলে এবার থেকে গাছেরাও পেনশন পাবেন। এই উদ্যোগ নিল বীরভূমের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ৬০ বছর বয়সী গাছকেও পেনশন দিচ্ছে,’বীরভূম আশা রুরাল ডেভোলপমেন্ট সোসাইটি’। গাছেদের পেনশন দেওয়ার পাশাপাশি বছরে এক লক্ষ গাছ লাগাবে এই সংস্থা।

এতদিন আমরা সরকার বা কোনো সমাজ কল্যাণ মূলক সংগঠনকে ৬০ বছর বয়সী বৃদ্ধ-বৃদ্ধাদের পেনশন দিতে দেখেছি। কিন্তু এই প্রথমবার বীরভূমের ৬০বছর বয়সী গাছগুলির জন্য গাছের মালিকদের পেনশন দেওয়া হবে।আর সেটা দিচ্ছে,বীরভূম আশা রুরাল ডেভোলপমেন্ট সোসাইটি।

এক লক্ষ চারাগাছ রোপন করা হবে সারা বছর ধরে। বীরভূমের স্কুল, আশ্রম সহ বিভিন্ন এলাকায় গাছে লাগানর পাশাপাশি এই গাছগুলি বাঁচানোর উদ্যোগ নেওয়া হবে। গত ১৫ই আগস্ট বীরভূম আশা রুরাল ডেভোলপমেন্ট সোসাইটি ও মহর্ষি আয়ুষ ভিলেজ-এর পক্ষ থেকে বীরভূমের বড়া প্রাথমিক বিদ্যালয়-এ এক লক্ষ চারাগাছ রোপন করা হয়।

আগামী একবছরে ১০লক্ষ চারাগাছ রোপন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বীরভূম আশা রুরাল ডেভোলপমেন্ট সোসাইটি ও মহর্ষি আয়ুষ ভিলেজ। 
এছাড়াও বৃক্ষচ্ছেদন রোধ করতে উদ্যোগ নেওয়া হয়। মূলত বর্তমানে গোটা পৃথিবীজুড়ে চলা সভ্যতার বিস্তারের নামে অরণ্য নিধনের জেরে যে প্রাকৃতিক ক্ষয়়-ক্ষতি হচ্ছে,তা রোধ করার জন্য গাছেদের পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে,বীরভূম আশা রুরাল ডেভোলপমেন্ট সোসাইটি ও মহর্ষি আয়ুষ ভিলেজ-এর পক্ষ থেকে।














